প্রশ্ন:- বর্তমানে অনেক বই লেখককে দেখা যায় তারা মোটা টাকার বিনিময়ে বই ছাপানোর অধিকার তথা স্বত্ব ছাপাখানা বা লাইব্রেরীর মালিকের কাছে বিক্রি করে দেন। আমরা জানি, ক্রয়-বিক্রয় চুক্তিটা কোন বস্তু কেন্দ্রীক হতে হয়। এধরণের স্বত্ব ক্রয়-বিক্রয় বৈধ কি না?

উত্তর :- ইসলামি শরীয়তে কোন কিছুর লেন-দেন শরীয়ত সম্মত হওয়া নির্ভর করে জিনিষটি মূল্যমান, বিনিময়যোগ্য ও উপকারী হওয়ার উপর। আর এ মূল্যমান ও বিনিময়যোগ্য হওয়া না হওয়া নির্ভর করে প্রচলনের  উপর।

বর্তমানে ছাপা অধিকার সারা বিশ্বে বিনিময়যোগ্য বস্তু হিসেবে স্বীকৃত হয়েছে। এবং তার লেন-দেনও ব্যাপকভাবে চলছে। আর লোকেরাও তা থেকে উপকৃত হচ্ছে। বিধায় এটাও একটি পণ্য হিসেবে ধর্তব্য হবে। এবং এধরণের লেন-দেন বৈধ বিবেচিত হবে।

 

রদ্দুল মুহতার -৪/৫০১; আল ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু- ৪/১১২; জাদীদ ফিকহি মাসায়েল – ৩/৮৪;

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *