উত্তর:- ইসলামী শরীয়ত মানব জাতির কল্যাণ সাধিত এবং অনেক দূঃখ ও অশান্তিকে নিজের জীবন থেকে দূরিভূত করার জন্য তালাক তথা দাম্পত্য জীবনকে ভঙ্গ করার অনুমতি দান করেছেন। আর তালাক প্রদানের স্বামীকে যেমন দেয়া হয়েছে। তেমনি স্বামীর অনুমোদন সাপেক্ষে স্ত্রীকেও স্বেচ্ছায় তালাক গ্রহণের অধিকার দান করা হয়েছে। যাকে শরীয়তের ভাষায় তাফভীযে তালাক বলা হয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে স্ত্রী যেহেতু স্বামীর অনুমোদন সাপেক্ষেই নিজের উপর তালাক গ্রহণ করেছে। তার তালাক গ্রহণ বিশুদ্ধ হয়েছে। তবে, স্ত্রীর উপর এক তালাক পতিত হবে।
সুরা বাকারা- ২৩০। রদ্দুল মুহতার – ৩/৩১২ ও ৩১৫। ফাতাওয়ায়ে হিন্দিয়া – ১/৩৭১। ফাতাওয়ায়ে হাক্কানিয়া – ৪/৪৯৫।
Leave Your Comments