প্রশ্ন:-ভোতা অস্ত্র দিয়ে জবাই করার ক্ষেত্রে প্রানীর যে কষ্ট হয় এতে কি জবাহকারী গুনাহগার হবে?

উত্তর:-পশু জবাইয়ের ক্ষেত্রে এবিষয়টা খুবই গুরুত্বের সাথে খেয়াল রাখা উচিৎ যেন পশুকে ইচ্ছাকৃতভাবে কোন ধরণের কষ্ট না দেয়া হয়। এজন্য ধারালো ছুরি থাকাবস্থায় ভোঁতা ছুরি দিয়ে জবাই করা মাকরুহে তানযিহী। 

সুতরাং প্রশ্নেবর্ণিত ভোঁতা ছুরি দিয়ে জবাই করার মাধ্যমে পশুকে কষ্ট দেয়াও মাকরুহ। তবে এক্ষেত্রে জবাহকারী গুনাহগার হবেন না। 

-রদ্দুল মুহতার ১/১২৩,ফাতওয়ায়ে হিন্দিয়া ৫/৩৩১,বাহরুর রায়েক ৮/৩১০,বেহেশতী গাওহার ৪

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *