প্রশ্ন:- মরহুম জাবেদ আলী ইন্তেকালের সময় দুই স্ত্রী স্বপ্না ও রিতা, পাঁচ কণ্যা, তিন দাদি, রেখে মারা যান। তার মীরাস কীভাবে বন্টন করা হবে?

উত্তর:- মৃত ব্যক্তি যেই সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি রেখে মারা গেছেন। তা থেকে মধ্যম পন্থায় কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। অতপর তার ঋনসমূহ আদায় করা হবে। স্ত্রীর মোহরানা অনাদায় থাকলে তাও ঋন হিসেবে গণ্য হবে। আর মৃত ব্যক্তি যদি ওয়ারিস ব্যতিত অন্য কারো জন্য কোন প্রকার অসিয়ত করে যায় তাহলে ত্যাজ্য সম্পত্তির এক তৃতিয়াংশ থেকে আদায় করে দিবে। অবশিষ্ট সম্পত্তি নিম্ন লিখিত হারে বন্টন করা হবে।

 

ইউনিট  ———–  ১০০।

 

স্ত্রী  —- ———-  ৬.২৫

স্ত্রী  —- ———-  ৬.২৫

মেয়ে — ——–   ১৪

মেয়ে — ——–   ১৪

মেয়ে — ——–   ১৪

মেয়ে — ——–   ১৪

মেয়ে — ——–   ১৪

দাদি  — ——–  ৫.৮৩

দাদি  — ——–  ৫.৮৩

দাদি  — ——–  ৫.৮৩


মোট ———- ৯৯.৯৯

 

 

সুরা নিসা – ১১,  ও ১২। মুনয়াতুর রাজি – পৃ. ৫ ও ১৫। ফাতাওয়ায়ে হিন্দিয়া- ৬/৪৪৩।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *