উত্তর:-খাত নির্ধারণ করে ওয়াকফকৃত বস্তু ঐ খাত ব্যতীত ভিন্ন খাতে ব্যবহার করার অনুমতি নেই। খাত নির্ধারণ করে ওয়াকফ না করা হলে বা ঐ বস্তু ব্যবহারের সাথে সংশ্লিষ্ট কোন ধর্মীয় বা জনসাধারণের সেবামূলক খাতে ব্যবহারের অনুমতি দিয়ে ওয়াকফ করলে সেখানে ব্যবহার করা যাবে।
সুতরাং প্রশ্নেবর্ণিত সুরতে যদি মসজিদের মাইক খাত নির্ধারণপুর্বক ওয়াকফকৃত না হয়ে থাকে , বা ওয়াকফকারী দান করার সময়েই জনসেবামূলক কাজেরও নিয়ত করে তাহলে মাইকে হারানো বিজ্ঞপ্তি প্রচার করা যাবে। অন্যথায় যাবে না।
– আদ্দুররুল মুখতার ১/৬৬০, রদ্দুল মুহতার ১/৬৬০ ,ফাতওয়ায়ে হিন্দিয়া ২/৪১১,ফাতওয়ায়ে উসমানী ২/৫১৪
Leave Your Comments