উত্তর:- ভাড়ায় খাটে এমন কোন জিনিস ভাড়া নেয়ার পর ভাড়াটিয়া উক্ত বস্তুতে যাবতীয় হস্তক্ষেপের অনুমোদন প্রাপ্ত হয়ে থাকেন। এক্ষেত্রে চাইলে তিনি তা নিজেও ব্যবহার করতে পারেন অথবা অন্য কারো কাছে ভাড়া দিতে পারেন।
সুতরাং প্রশ্নেবর্নিত সুরতে বাড়ির কিছু অংশ ভাড়াটিয়া অন্যত্র ভাড়া দিতে পারবেন। তবে এক্ষেত্রে লক্ষ রাখতে হবে যাতে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি না হয়ে যায় এবং আরেক জনকে ভাড়া দেয়ার কারণে বাড়তি খরচ না হয় এবং ঘরের কোন ক্ষতি না হয়।
রদ্দুল মুহতার ( ফাতওয়ায়ে শামী ৯/১৫২),ফাতওয়ায়ে বাজ্জাজিয়াহ ৩/৩০,আল মুহিতুল বোরহানী ৯/১২৫.
উত্তর লিখনে- মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর
খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments