উত্তর: হ্যাঁ, মৃত ব্যক্তির ওয়ারিশগণ তার ঈসালে সওয়াবের নিয়তে কুরবানী করতে পারবে। এক্ষেত্রে সওয়াব মৃত ব্যক্তির হবে, আর গোস্তের মালিক হবে কুরবানী দাতা। সে নিজেও গোস্ত খেতে পারবে অন্যদেরকেও খাওয়াতে পারবে।
তবে, ঐ কুরবানী যদি মৃত ব্যক্তির ওসিয়তের কারণে করে থাকে, তাহলে কুরবানীদাতা ওয়ারিশগণ গোস্ত খেতে পারবেন না। সদকা করে দিতে হবে।
-বাদায়েউস সানায়ে‘- ৪/২০৯, আল হিকহুল হানাফী ফী ছাওবিহিল জাদীদ-৫/২১৪, রদ্দুল মুহতার- ৬/৩২৬.
Leave Your Comments