প্রশ্ন: মৃত ব্যক্তির চুল, মোচ ও নখ ইত্যাদি বড় থাকলে এগুলো কাটা যাবে কিনা?

উত্তর: না, মৃত ব্যক্তির চুল, মোচ ও নখ ইত্যাদি বড় থাকলেও এগুলো কাটা যাবে না। বরং নখ যদি ভাঙ্গাও হয়, তবুও তা আপন অবস্থায় রেখে দিবে। আর যদি কেটে ফেলে তাহলে কাফনের কাপড়ের ভিতর তা দিয়ে দিবে।

-হিদায়া-২/১১৩, ফাতাওয়া হিন্দিয়া-১/২১৯, আল বাহরুর রায়েক-২/৩০৩.

 

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *