প্রশ্ন:-যদি কোন ব্যক্তি তার বিয়েতে মোহরানা হিসেবে “জাফরান”দেয়ার কথা উল্লেখ করে অথচ তা বাজারে নেই। এমতাবস্থায় কি করণীয়?

উত্তর:-প্রশ্নেবর্নিত সূরতে বিবাহ শুদ্ধ হয়ে যাবে এবং মোহর হিসেবে মোহরে মিসিল দিলেই হবে। 

রদ্দুল মুহতার ৪/২৭৩,ফাতওয়ায়ে হিন্দিয়া ১/৩৩৪,

উত্তর লিখনে- মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *