উত্তর :- বন্ধক দাতা ও গ্রহীতার কোন একজন অথবা উভয়জন মৃত্যুবরণ করলে বন্ধকীয় বস্তু তাদের উত্তরাধিকারদের নিকট বন্ধক হিসেবে থাকবে। তবে মুরতাহেন বন্ধকদাতা এর ওয়ারিশগণ ঋন পরিশোধ করে বন্ধকীয় বস্তু হস্তগত করে রাহান চুক্তি ভঙ্গ করতে পারবে।
রদ্দুল মুহতার – ৭/৪৫৬। ফাতাওয়ায়ে হিন্দিয়া – ৫/৪৯৪। তানকিহুল ফাতাওয়াল হামিদিয়্যা – ৬/৪৯০। আল ফাতাওয়াস সিরাজিয়্যা- ১/৫২৮।
Leave Your Comments