প্রশ্ন :- যবাই করার পর কতক্ষণ দেরী করে পশুর চামড়া ও রগ কাটবে?

উত্তর :- অনেকেই পশু ঠাণ্ডা হওয়ার আগে পায়ের রগ কাটা এবং চামড়া ছিলা শুরু করে। এতে পশু কষ্ট পায়। এটি মাকরূহ। পশুকে প্রয়ােজনের অতিরিক্ত কষ্ট দেওয়াই গুনাহ।

 

-জামে তিরমিযি ১/২৬০, সূনানে আবু দাউদ ২/৩৩; বাদায়েউস সানায়ে ৪/২২৩; আলমগীরী ৫/২৮৭

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *