উত্তর: শরয়ী দন্ডবিধি মহান আল্লাহ তায়ালার হক। এ হক বাস্তবায়নের জিম্মাদারী রাষ্ট্রীয় দায়ীত্বশীলের। যা তিনি শরীয়া আদালত প্রতিষ্ঠা করে এর জন্য উপযুক্ত নিয়োগ করে বাস্তবায়ন করবেন।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে শরয়ী দন্ডবিধি ইসলামী রাষ্ট্রের আমীর বা নির্ধারিত কাযী বাস্তবায়ন করবে। মুফতি সাহেব নয়। তবে তিনি বিচারক/কাযীর পরামর্শক বা উপদেষ্টা হিসেবে থাকবেন। বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।
-ফাতাওয়ায়ে কাজী খান ৩/৩৪৯, আলইখতিয়ার লিতালিলিল মুখতার ২/৩৭১, আহসানুল ফাতাওয়া ৮/৫৫০
উত্তর প্রদানে-মুফতী মুহা.শামছুদ্দোহা আশরাফী ,প্রন্সিপিাল ও প্রধান মুফতী-রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,খতীব-সাইন্সল্যাবরটেরী কেন্দ্রীয় জামে মসজদি ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments