প্রশ্ন: শেয়ারের কাগজ বন্ধক রেখে লোন নেয়া/দেয়া যাবে কি না? এক্ষেত্রে শেয়ার এর কাগজ কে পণ্য ধরা হবে না কি সার্টিফিকেট/সনদ ধরা হবে?

উত্তর: শরয়ী দৃষ্টিতে বন্ধকী বস্তু ক্রয়-বিক্রয় যোগ্য হওয়া এবং ঋণ পরিশোধে সক্ষম হওয়া শর্ত।

সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যেহেতু শেয়ার ক্রয়-বিক্রয় করা যায়। এবং তা দ্বারা ঋণ পরিশোধ সম্ভব। তাই শেয়ারের সার্টিফিকেট বন্ধক রেখে লোন নেয়া/দেয়া উভয়টা বৈধ হবে।

 

আদ্দুররুল মুখতার আলা রদ্দিল মুহতার ১০-১০৪, ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ ৫-৪৮৮, বুহুস ফি কাজায়া ফিকহিয়্যাহ মুআসারাহ ১-১৯

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *