উত্তর:- কোন বস্তুর ক্রয়-বিক্রয় সহীহ হওয়ার জন্য উক্ত বস্তুটি লেন-দেন উপযোগী হওয়া শর্ত।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে পেনশন যেহেতু পণ্য হওয়া উপযুক্ত বস্তু নয়, কেননা এটা একটা অধিকার যা পণ্য হতে পারে না। তাই তা বিক্রি করা বৈধ হবে না।
রদ্দুল মুহতার- ৪/৩১১; ফাতাওয়া হাক্কানিয়া- ৬/৩৯; ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ – ১৪/২৯৬।
Leave Your Comments