উত্তর:- প্রত্যেক ব্যক্তির নিজের মাল দ্বারা যেকোন জিনিস যেকোন স্থান হতে ক্রয়-বিক্রয় করার অধিকার রাখে।
সুতরাং, বিদেশ থেকে গরু কিনে দেশে এনে বিক্রি করাতে কোন সমস্যা নাই। তবে যদি সরকারের পক্ষ হতে নিষেধ থাকে এবং একাজ করতে গিয়ে তাকে মিথ্যার আশ্রয় নিতে হয়। তাহলে তা জায়েয হবে না।
আল হিদায়া – ৪/৪৭২। বুহুস ফি কাযায়া ফিকহিয়্যাহ মুআসারাহ – ৮/৮। আদ দুররুল মুখতার – ৬/১৭২। আপকে মাসায়েল আওর উনকা হল – ৭/২৪৬।
Leave Your Comments