উত্তর:- ব্যক্তিগত কাজ বাদ দিয়ে যদি অন্য কারো কাজ করতে হয় তাহলে ওইসময় অনুপাতে টাকা গ্রহণ করার অনুমতি আছে।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যদি কারো ব্যক্তিগত বিষয়ে স্বাক্ষ দেয়ার জন্য যায় তাহলে ওইলোক থেকে যাতায়াত খরচ ও পরিবারের জন্য টাকা গ্রহণ করতে পারবে। আর যদি শরয়ী কোন বিষয় হয় তাহলেও যাতায়াত খরচ নেয়ার অনুমতি আছে কিন্তু না নেয়া উত্তম।
– আদ্দুররুল মুখতার ৫/৪৬৩,হিদায়া ২/৪৩৭,ইমদাদুল ফাতওয়া ৩/৪৩৯,কিফায়াতুল মুফতী ১১/৩৬৪
Leave Your Comments