উত্তর:- শরীয়তের বিধান হলো , কোন ব্যক্তির নিকট নিজের প্রয়োজনের অতিরিক্ত এত পরিমাণ সম্পদ থাকা যা হজের সফরের জন্য যথেষ্ট তাহলে তার উপর হজ ফরজ। অথবা হজের মৌসুমে কোন ব্যক্তি মক্কা মোকাররামায় পৌছে যায়। তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে উক্ত ব্যক্তির উপর হজের সময় মক্কায় পৌছার দ্বারাই কাবার সম্মানার্থে হজ ফরজ হয়ে যাবে।
রদ্দুল মুহতার – ৩/৫১৮; আল বাহরুর রায়েক – ৩/৮৮; বাদায়েউস সানায়ে’ ৩/৫১; ফাতাওয়া উসামানিয়া- ২/৩০২।
Leave Your Comments