উত্তর: হানাফী ইমামগণের মতে ধনী ব্যক্তির জন্য ওয়াক্ফ করা সহিহ নয়। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু ওয়াক্ফকারী হানাফী মাযহাবের অনুসারী তাই তার ওয়াক্ফ সহিহ হয়নি, অতএব যদি তার ছেলেরা পরবর্তীতে দাবী করে তাহলে ফেরত দেওয়া আবশ্যক।
রদ্দুল মুহতার ৪/৩৩৯, ফাতাওয়ায়ে তাতারখানিয়া ৮/২৫ ইসলাম কা নেজামে আওকাফ ৩৪৪
Leave Your Comments