আমাদের পাশের বাসার এক মেয়ে কিছুদিন আগে ডিভোর্স হয়েছে। আর ডিভোর্সটি মেয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো বিয়ের সময় ঐ মেয়েকে তার স্বামী মোহর বাবদ যে স্বর্ণালংকার দিয়েছিলো তা এখনো মেয়ের কাছে আছে। এখন এই স্বর্ণের উপর কি যাকাত আসবে?

উত্তরঃ-  মোহর বাবদ স্বামী কর্তৃক স্ত্রীর স্বর্ণালংকারের উপর যাকাত আসে।

সুতরাং বর্ণিত সুরতে উক্ত মেয়ের কাছে থাকা স্বর্ণের উপর যাকাত আসবে।

 

-আল হিদায়াঃ-১/১৯৪, বিনায়াহঃ-৪/৮৫-৮৬, ফাতাওয়া দারুল উলূম দেওবন্দঃ-৬/৭৪,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *