আল-ক্বুর’আন – আল ফুরক্বান। সত্য ও মিথ্যার পার্থক্যকারী। ক্বিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দিকনির্দেশনা। সেই কিতাব, সেই মহাগ্রন্থ যার মাধ্যমে আল্লাহ রাব্বুল ইযযাহ আমাদের প্রতি তাঁর নি’আমত সম্পূর্ণ করেছেন, আমাদের দ্বীনকে পূর্ণ করেছেন। এটা হল সেই কিতাব যার কারনে সমগ্র আরব, সমগ্র বিশ্ব রাহমাতুললিল আলামিন মুহাম্মাদ ইবন আব্দুল্লাহর ﷺ বিরোধিতা করেছে। এটা হল সেই কিতাব যা মানব জাতিকে তাওহিদের মাপকাঠিতে পৃথক করেছে, হক্ব ও বাতিলকে সুস্পষ্ট করেছে। এটা হল সেই কিতাব যা মানবিতিহাসের গতিপথ বদলে দিয়েছে। এটা হল সেই কিতাব যা আল্লাহ্র ইচ্ছায় আপনার ও আমার মুক্তির চাবি।
.
আর এটা হল সেই কিতাব যার চ্যালেঞ্জ মোকাবেলায় ওরয়েন্টালিস্ট, নাস্তিক ও মুশরিক আজো ব্যর্থ। আর তাই এই কিতাবের ব্যাপারে তাদের আক্রোশটাও সবচেয়ে বেশি। একারনে তারা ক্রমাগত চালিয়ে যায় এই ক্বুর’আনের ব্যাপারে নানা ধরনের মিথ্যে প্রচারণা। আর অজ্ঞতার কারনে অনেক মুসলিম ভাইবোন এতে বিভ্রান্ত হয়ে যান।
.
এই বিভ্রান্তিতে থেকে বাঁচার উপায় হল দ্বীন সম্পর্কে ‘ইলম অর্জন করা। নাস্তিকদের, ইসলামবিদ্বেষীদের যুক্তিখন্ডনের চাইতেও প্রকৃতপক্ষে এ কাজটি বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনকভাবে দ্বীন নিয়ে তর্কে আমাদের যতোটা আগ্রহ দেখা যায়, দ্বীন সম্পর্কে জানার ও দ্বীনকে পালনের ক্ষেত্রে অতোটা আগ্রহ আমরা দেখাই না। আবার অনেক সময় দেখা যায় জানার ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা বুঝতে পারি না ঠিক কোন জায়গা থেকে শুরু করা উচিৎ। আর ঠিক এ দুর্বলতার সুযোগ নেয় নাস্তিক-ইসলামবিদ্বেষী ও ওরিয়েন্টালিস্টরা।
.
তাই এ শুধুমাত্র যুক্তিখন্ডনই, সত্যকথনের পক্ষ থেকে আমরা সাধ্যমত চেষ্টা করবো আমাদের মাঝে বিদ্যমান এ অজ্ঞানতা ও দুর্বলতাকে দূর করার – ইন শা আল্লাহ। সেই প্রচেষ্টার অংশ হিসেবে আজ আমরা আপনাদের জন্য উপস্থাপন করছি একের আহ্বানে-Calling to The One কর্তৃক প্রকাশিত ভিডিও* – “আল-ক্বুর’আন কী? (What is Qur’an)। ইন শা আল্লাহ ৬ মিনিটের এই ছোট্ট ভিডিওটি আমাদের অনেক কনফিউশান দূর করতে সক্ষম হবে।
.
ভিডিওটির ইউটিউব লিঙ্কঃ https://youtu.be/nSHED-pmfeE
ভিডিওটির লিখিত ট্রান্সক্রিপ্টের জন্য দেখুনঃ https://www.facebook.com/971473962974903/videos/1030917580363874/
.
*ভিডিও স্বত্ব সম্পূর্ণভাবে একের আহ্বানে – Calling to the One -পেইজ কতৃপক্ষের।
Leave Your Comments