সিরিয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেয়া সরকারি বাহিনীর এক কর্নেল বলেছেন, আমরা শীঘ্রই সউদীআরব ও ইসরাইলের বিরুদ্ধে লড়াই করবো। দক্ষিণ সিরিয়ায় অবস্থানকারী এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের মূল লক্ষ্যকে যুক্তরাষ্ট্র ও সউদীআরব অন্যদিকে ঘুরিয়ে দিতে চাচ্ছে। কিন্তু আমাদের চোখ ফিলিস্তিনেই আটকে আছে। আল মানার টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারটি গত ৭ জুলাই সম্প্রচার করা হয়েছে; তবে ওই কর্নেল নিজের নাম প্রকাশ করতে অনিচ্ছুক ছিলেন। সিরীয় কর্নেল বলেন, আমরা ছায়া যুদ্ধে লিপ্ত আছি। আমরা সউদী রাজবংশ ও ইহুদিবাদী দাসদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। কিন্তু দ্রুতই আমরা তাদের প্রভুদের বিরুদ্ধে লড়াই করব। তিনি বলেন, আমরা আমাদের ফিলিস্তিনি সীমান্তে আছি। বিশ্ব ফিলিস্তিনকে ভুলে গেছে। কিন্তু প্রেসিডেন্ট আসাদ ভোলেনি। এদিকে সিরিয়ায় প্রেসিডেন্ট বাসার আল আসাদবিরোধী ২০১১ সালের গণআন্দোলনের সূতিকাগার দ্বারা শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে এবার জাতীয় পতাকা উড়িয়েছে দেশটির সেনাবাহিনী।
Leave Your Comments