এইচএসসিতে ফেল ছাত্রীর আত্মহত্যা

মানিকগঞ্জের ঘিওরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিষপানে মিতু আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ শুক্রবার সকালে উপজেলাল কুস্তা গ্রামে এ ঘটনা ঘটে।

মিতু ঘিওর সদর ইউনিয়নের কুস্তা গ্রামের মোকাদ্দেছ হোসেন মধুর মেয়ে। সে ঘিওর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর অকৃতকার্য হয়েছে শুনে মিতু সারারাত না খেয়ে কান্নাকাটি করে। শুক্রবার ভোরে বাড়ির সবার চোখের অড়ালে সে ঘরে থাকা ইঁদুর নিধনের বিষ পান করে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে ঘিওর সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ঢাকায় নেবার পথে সে মারা যায়।

মিতুর বাড়ির প্রতিবেশী রফিকুল ইসলাম জানান, ঘিওর সরকারি কলেজের মানবিক শাখা থেকে চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। বৃহস্পতিবার তার ফলাফল প্রকাশ পায়। এতে মিতু দুই বিষয়ে অকৃতকার্য হয়। রাত থেকেই সে না খেয়ে ছিল।

ঘিওর সদর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘিওর থানার অফিসার ইনচার্জ মো: রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *