উত্তরঃ- ঋতুস্রাব অবস্থায় মহিলাদের উপর নামায আদা বা কাজা করা ওয়াজিব নয়।
সিজদাহ যেহেতু নামাজের একটি রোকন, তাই প্রশ্নে বর্ণিত সুরতে কোন মহিলা ঋতুস্রাব চলা অবস্থায় সিজদার আয়াত তেলাওয়াত বা শ্রবন করলে তার সিজদা আদা বা কাজা করতে হবে না।
-ফাতাওয়া তাতারখানিয়াঃ-২/৪৬৬-৪৬৭, বাহরুর রায়েকঃ- ২/২১১, তাবয়ীনুল হাকায়ীকঃ- ১/৫০১,
Leave Your Comments