চারজনকে হত্যার পর নিজে আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ৬০ বছর বয়সী এক ব্যক্তি তার বাবা, সৎ মাসহ চারজনকে গুলি করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। শুক্রবার সন্ধ্যায় রবসটাউনের রেটামা ম্যানর নার্সিং সেন্টার এবং কাছের একটি বাড়িতে এই হত্যাকানন্ড ঘটে। স্থানীয় পুলিশ এক সংবাদ সম্মেলনে জানায়, যাকে এই হত্যাকান্ডের জন্য দায়ী করা হচ্ছে, সেই রিচার্ড স্ট্যারিকে ওই নার্সিং হোমের একটি কক্ষে বাবা আর্নেস্ট স্ট্যারি ও সৎ মা থেলমা মোন্টালভোর লাশের পাশে মৃতু অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা লেফটেনান্ট এনরিক পারেদেস জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ওই নার্সিং হোমে যায় এবং একটি কক্ষে ওই তিনজনের গুলিবিদ্ধ লাশ পায়। এর মধ্যে রিচার্ডের হাতের কাছে একটি পিস্তল ছিল। ৮৫ বছর বয়সী আর্নেস্ট স্ট্যারি ওই নার্সিং হোমেই থাকতেন। রয়টার্স।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *