ওজু ও গোসলের জন্য নির্ধারিত অঙ্গসমূহে পরিপূর্নভাবে পানি পৌঁছানো এবং পানি পৌছাতে প্রতিবন্ধক দূর করা আবশ্যক। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু নেইল পলিশ নখে পানি পৌঁছাতে প্রতিবন্ধক, তাই তা দূর করে পবিত্রতা অর্জন করা আবশ্যক। অন্যথায় অজু গোসল সহিহ হবে না। আলফিকহুল ইসলামী ওয়াআদিল্লাতুহু ১/৩৩৮, আলফাতাওয়া ১/৪৪৩, আপকে মাসায়েল আওর উনকা হল ৩/১৫০
Leave Your Comments