প্রশ্নঃআমরা জানি ইসলামি শরীয়তে জামাতের সহিত ফরজ নামাজ আদায় করা সুন্নাতে মুয়াক্কাদা বা ওয়াজিব। এখন আমার জানার বিষয় হলো কেউ ফরজ নামাজ একাকি আদায় করলো এরপর জামাতের সাথে শরিক হল এমতো অবস্থায় জামাতের সাথে যে নামাজ আদায় করা হল তা কি হিসেবে আদায় হবে?

প্রশ্নঃআমরা জানি ইসলামি শরীয়তে জামাতের সহিত ফরজ নামাজ আদায় করা সুন্নাতে মুয়াক্কাদা বা ওয়াজিব। এখন আমার জানার বিষয় হলো কেউ ফরজ নামাজ একাকি আদায় করলো এরপর জামাতের সাথে শরিক হল এমতো অবস্থায় জামাতের সাথে যে নামাজ আদায় করা হল তা কি হিসেবে আদায় হবে?

উত্তরঃইসলামি শরীয়তে একাকি ফরজ নামাজ আদায়ের পর নফলের নিয়তে জামাতে শরিক হওয়া জায়েয। সুতরাং প্রশ্নে বর্নিত সুরতে উক্ত ব্যাক্তির জামাতে আদায় করা নামাজ নফল হিসেবে গন্য হবে।আর একাকি আদায় করা নামাজ ফরজ হিসেবেই থেকে যাবে।দলিলঃ আবু দাউদ শরিফ ১/৮৫ রদ্দুল মুহতার ২/৫৩০ ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/১৭৯ বাহরুর রায়েক ১২৬/১২৭ ফাতাওয়ায়ে মাহমুদিয়া ২/৩৯৭  ফাতাওয়ায়ে হাক্কানিয়া ৩/২৯৩  জামিউল ফাতাওয়া ২/৩৬ই

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *