প্রশ্নঃঈদের নামাজের ইমামতি একজন করলে আর অপর জন খুতবা দিলে এর হুকুম কি?

প্রশ্নঃঈদের নামাজের ইমামতি একজন করলে আর অপর জন খুতবা দিলে এর হুকুম কি?

উত্তরঃইসলামী শরীয়তে ঈদের নামায ও খুতবাহ একই হুকুমে তাই খুতবাহ পাঠ করা ও ইমামতির ক্ষেত্রে একজন হওয়াই উত্তম।তবে একজন খুতবাহ পাঠ করা আর অপরজন নামায পড়ানো নিষিদ্ধ নয়।সুতরাং প্রশ্নে বর্নিত সুরতে ঈদের নামায ও খুতবা পাঠ একজন করাই ভাল তবে কখনো যদি একজন খুতবাহ পাঠ করে ও অপরজন নামায পড়ায় তাতে কোন অসুবিধা নেই।নামায হয়ে যাবে। তবে এক্ষেত্রে শর্ত হল ইমাম কে অবশ্যই খুতবাহ পাঠের  সময় মজলিসে উপস্থিত থাকতে হবে।দলিলঃরদ্দুল মুহতার ২/১৪১ ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/২০৮ ফাতাওয়ায়ে সিরাজিয়া ১০৪  কাজি খান ১/১১২ ইমদাদুল আহকাম ৭৩৭ কিতাবুল ফাতাওয়া ২/৪৭

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *