উত্তরঃ শরীয়তের মূলনিতির হলো যে সমস্ত জিনিস থেকে মানুষ উপকার অর্জন করতে পারবে সে গুলোর বিক্রি জায়েয আছে।সুতরাং যেহেতু বর্তমানে এলকোহল মানুষের অনেক উপকারে আসে। বিধায় এলকোহল বিক্রি করা জায়েয হবে।উল্লেখ্য যে, এলকোহল নেশা জাতীয় বস্তু দ্বারা তৈরি করা হত।বিধায় ইহা ব্যবহার করা হারাম ছিল।কিন্তু বর্তমানে এলকোহল নেশা জাতীয় বস্তু খুবই কম ব্যবহার করা হয়। ক্যামিক্যাল ব্যবহার বেশি করে করা হয়ে থাকে তাই বর্তমানে এলকোহল ব্যবহার করা বৈধ।দলিলঃ তাকমিলাতুল ফাতহুল মুলহিম ১/৫৫১ কেফায়েতুল মুফতি ১২/৪৬৩ আল আশবাহু ওয়ান নাজাইরু ১/৯৭ আল ফিকহুল ইসলামি ১৫/৩৪৩১
Leave Your Comments