উত্তরঃ- এক মাযহাবের অনুসারী জন্য যেকোনো মাসআলায় ব্যক্তিগতভাবে অন্য মাযহাবের উপর আমল করা জায়েয নেই। একান্ত প্রয়োজন দেখা দিলে বিজ্ঞ উলামায়ে কেরামের সমন্বয়ে আলোচনা পর্যালোচনা করে ভিন্ন মাযহাবের উপর আমল করার অনুমতি দিলে আমল করা যেতে পারে।সুতরাং প্রশ্নে বর্ণিত হানাফী মাযহাবের অনুসারীর জন্য শাফেয়ী মাযহাবের উপর ব্যক্তিগতভাবে আমল করা জায়েয হবে না হ্যাঁ যদি বিক্রম কোন মাসালা শাফেয়ী মাযহাবের উপর আমল করতে বলে তাহলে তদনুযায়ী আমল করা যাবে।
দলীলঃ
রদ্দুল মুহতার-১/৭৪-৭৫
ফাতাওয়ায়ে হক্কানিয়াহ – ২/২৭
Leave Your Comments