উত্তরঃ ফিকাহ-ফাতাওয়ার কিতাব পর্যালোচনা করে জানা যায়, যদি কারো ওজুর কোন এক অঙ্গ না ধোয়ার ব্যাপারে নিশ্চিত হয়; তবে সুনির্দিষ্ট ভাবে বলা যাচ্ছেনা কোন অঙ্গ ধৌত করা হয়নি। এমতাবস্থায় ফুকায়ায়ে কেরামের অভিমত হচ্ছে বাম পা ধুয়ে নিলেই যথেষ্ঠ হবে। এবং ওজু পরিপূর্ণ ও সন্দেহ মুক্ত হয়ে যাবে।
আর যদি ওজু চলাকালীন এমন সন্দেহ হয় এবং সে ওয়াসওয়াসার বা সন্দেহরুগী না হয় তাহলে শুরু থেকে ওজু করতে হবে। আর যদি সন্দেহের রুগী হয় তাহলে কোন কিছুর প্রয়োজন নেই।
-আল ফাতাওয়া বাজ্জাজিয়াহ- ১/১১, আল ফিকহুল হানাফী ওয়া আদিল্লাতুহু-১/৩৫, খুলাসাতুল ফাতাওয়া-১/১৮,
Leave Your Comments