উত্তরঃ- পাগল, মাতাল, অচেতন, বেহুঁশ হওয়া অজু ভঙ্গ হওয়ার কারণের অন্তর্ভুক্ত।
সুতরাং প্রশ্নে বর্ণিত ব্যাক্তির কোমড়ের নেচে অবশ করার ফলে উক্ত অঙ্গ অচেতন হওয়ায় তার অজু ভঙ্গ হওয়া না হওয়া অস্পষ্ট। তাই ফকিহগন বলেছেন তার অজু ভেঙ্গে যাবে।
– আল হিদায়াহ আলা হামিশিল বিনায়াহঃ- ১/১৮৭, আল মুহিতুল বোরহানীঃ- ১/২০৮,ফিকহী মাসায়িলঃ- ১/২৪,
Leave Your Comments