প্রশ্নঃ- অনেক জায়গায় শুধু মহিলা মসজিদ আছে। ঐ মহিলা মসজিদের জন্য জায়গা ওয়াকফ করা সহীহ হবে কি?

উত্তরঃ- নেককাজের জন্য ওয়াকফ করলে ওয়াকফ সহীহ হয়। সুতরায় মহিলাদের মসজিদের জন্য ওয়াকফ করা সহীহ।

 

-আদ দুররুল মুখতার বিহামিশি রদ্দিল মুহতারঃ-৪/৩৪০,  আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ- ২/৩৬৩, ফাতাওয়ায়ে রহীমিয়াহঃ- ৯/৬১,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *