উত্তরঃ- শরয়ী নীতিমালা অনুযায়ী মালিকানাধীন বস্তু পাওয়া গেলে ঘোষণার মাধ্যমে মালিকের নিকট পৌঁছে দেয়া আবশ্যক।
আর মালিক না পাওয়া গেলে উপযুক্ত ব্যাক্তিকে দেওয়া আবশ্যক।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে নদিতে ভাটা পড়লে যে মাল পাওয়া যায়, তা ঘোষণার মাধ্যমে মালিকের নিকট পৌঁছাবে।
আর মালিক না পাওয়া গেলে দান করে দিবে।
আর যদি এমন বস্তু পাওয়া যায় যা ব্যাক্তি মালিকানাধীন না, তাহলে ৫ ভাগের ৪ ভাগ নিজে নিবে। ১ ভাগ বাইতুল মালে/রাস্ট্রীয় কোষাগারে জমা দিবে।
– আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ-২/২৮০, আল ফিকহুল হানাফী ওয়া আদিল্লাতুহুঃ-১/৩৬০, আল বাহরুর রায়েকঃ-২/৪১০,
Leave Your Comments