উত্তরঃ- শরীয়তের মূলনীতি অনুযায়ী প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষের বিবাহের জন্য কোন অভিবাবকের প্রয়োজন নেই।
সুতরাং প্রশ্নে বর্ণিত বৃদ্ধ পিতা যদি বিবাহের সক্ষমতা রাখে তাহলে সন্তান তার ওলী বা অভিবাবক না হওয়ায় তার উপরও পিতাকে বিবাহ করানো জরুরী নয়। তবে যদি পিতার সেবা শুশ্রুষার প্রয়োজন হয়, তাহলে আলোচনা সাপেক্ষে বিবাহ করানো উচিৎ।
-আদ দুররুল মুখতার মায়া রদ্দিল মুহতারঃ- ৩/৫৫, ফাতহুল ক্বদীরঃ- ৩/২৪৬, ফাতাওয়ায়ে হিন্দিয়াঃ- ১/৩৩২,
Leave Your Comments