উত্তরঃশুফার দাবী সহিহ হওয়ার জন্য মালের বিনিময় মাল হওয়া আবশ্যক। সুতরাং প্রশ্নে বর্নিত সুরতে আবু বকর তার জমি জাকারিয়ার জমির সাথে বদল করায় মালের বিনিময় মাল হচ্ছে। বিধায় সাইফুল প্রতিবেশী হিসেবে শুফার দাবি করতে পারবে। দলিলঃ হেদায়া ৪/৩৮৯ ফাতাওয়ায়ে হাক্কানিয়া ৬/৩০১।
Leave Your Comments