উত্তরঃ- যাকাত আদায়ের ক্ষেত্রে শরীয়তের মূলনীতি হলো যাকাত প্রদানের মাধ্যমে নির্দৃষ্ট কাউকে পূর্ণ মালিক বানিয়ে দেওয়া।
সুতরাং প্রশ্নে বর্ণিত রাস্তা নির্মানে যাকতের টাকা ব্যায় করা যাবে না। যেহেতু তাতে মালিকানা পাওয়া যায় না।
-রদ্দুল মুহতারঃ- ২/৩৪৪, ফাতাওয়ায়ে আলমগীরীঃ- ১/২৫০, ফাতাওয়ায়ে উসমানীঃ- ২/১৪২,,
Leave Your Comments