উত্তরঃ- যাকাত ওয়াজিব হওয়ার জন্য সাড়ে সাত তোলা বা সাড়ে বায়ান্নো তোলা রুপা বা যে কোন একটির সম পরিমান অর্থের মালিক হওয়া শর্ত।
সুতরাং প্রশ্নে বর্ণিত সমিতির প্রত্যেক সদস্যের অর্থ এই পরিমান না হওয়ায় তাদের উপর যাকাত ওয়াজিব হবে না।
– রদ্দুল মুহতারঃ- ২/২৯৫, ফাতহুল ক্বাদীরঃ- ২/২১৫, ফাতাওয়ায়ে মাহমুদিয়াঃ- ৯/৩৪৫,
Leave Your Comments