প্রশ্নঃ- আমরা ত্রিশজন সদস্য মিলে একটি সমিতি করেছি। এতে প্রত্যেক সদস্যকে এককালীন ১০০০ টাকা করে জমা দিতে হয়েছে। ফলে মূলধন দাড়িয়েছে ত্রিশ হাজার টাকা। বিগত ‍দু’বছর ব্যাবসায় খাটিয়ে প্রত্যেকের লাভ হয়েছে ১২০০ টাকা। কিন্তু আমরা এ টাকার যাকাত পরিশোধ করিনি। এখন আমাদের জানার বিষয় হলো আমাদের কি উক্ত টাকার যাকাত পরিশোধ করতে হবে?

উত্তরঃ- যাকাত ওয়াজিব হওয়ার জন্য সাড়ে সাত তোলা বা সাড়ে বায়ান্নো তোলা রুপা বা যে কোন একটির সম পরিমান অর্থের মালিক হওয়া শর্ত।

সুতরাং প্রশ্নে বর্ণিত সমিতির প্রত্যেক সদস্যের অর্থ এই পরিমান না হওয়ায় তাদের উপর ‍যাকাত ওয়াজিব হবে না।

 

– রদ্দুল মুহতারঃ- ২/২৯৫, ফাতহুল ক্বাদীরঃ- ২/২১৫, ফাতাওয়ায়ে মাহমুদিয়াঃ- ৯/৩৪৫,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *