উত্তরঃ- শরয়য়তের দৃষ্টিতে অন্যের সম্পদ দৃষ্টির অগোচরে নেয়া কে চুরি বলা হয়।
সুতরাং বিধবা হওয়ার মিথ্যা পরিচয় দিয়ে ভাতা গ্রহন চুরির অন্তর্ভূক্ত না হলেও ধোকার অন্তর্ভূক্ত। যা গুনাহের কাজ।
– জামিউত তিরমিজিঃ- ১/২৪৫, রদ্দুল মুহতারঃ- ৪/৮২, ফাতাওয়ায়ে হিন্দিয়াঃ- ২/১৮৫,
Leave Your Comments