প্রশ্নঃ- আমাদের গ্রামে এক চাষী মান্নত করেছে যে তার পালিত একটি গাভীর তৃতীয়বার বাচ্চা হলে দুধ খাওয়া শেষে সেটিকে আটরশীর মাজারে দিয়ে দিবে। কিন্তু ঘটনাক্রমে গরুটি মারা গেছে। এখন সে কিভাবে ঐ মান্নতটি পুরা করবে?

উত্তরঃ-  গুনাহের জন্য কৃত মান্নত অগ্রহনযোগ্য।

প্রশ্নে বর্ণিত মাজারে মান্নত করা নাজায়েয ও শিরক। এ মান্নত সংগঠিতই হয়নি। তাই তা পুরা করা আবশ্যক নয়, বরং তওবা করা আবশ্যক।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *