উত্তরঃ– শরীয়তে ইসলামীর সাথে সাংঘর্ষিক নয় এমন রাস্ট্রীয় আইন মান্য করা বাঞ্চনীয়।
যেহেতু এক দেশের নাগরিক অন্য দেশে অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ, তাই এ পন্থায় অন্য রাস্ট্রে জীবিকা নির্বাহ করা উচিৎ নয়।
-রদ্দুল মুহতার আলাদ-দুররিল মুখতারঃ-৪/২৭২, ফাতহুল ক্বদীরঃ-৬/১৬, আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ-৩/৬৫,
Leave Your Comments