উত্তরঃ- শরীয়তের যে সমস্ত মৌজার উপর মাসাহ এর অনুমতি দেয়া হয়েছে তাতে তিনটি শর্তারোপ করা হয়েছে।
১/ পায়ের যতটুকু অংশ অজুতে ধোয়া ফরজ ততটুকু টাখনুসহ ঢাকা থাকা।
২/ পায়ের সাথে কোন কিছু দিয়ে বাঁধা ছাড়াই ভালোভাবে এঁটে থাকে।
৩/ তা পরিধান করে দুই মাইল বা তারচেয়ে বেশি হাটতে সক্ষম হওয়া।
সুতরাং প্রশ্নে বর্ণিত বুট জুতায় এই তিনটি শর্ত পাওয়া যাওয়ায় তার উপর মাসাহ বৈধ।
-আদ দুররুল মুখতার মায়া রদ্দিল মুহতারঃ- ১/৪৮৮, ফাতাওয়ায়ে তাতারখানিয়াঃ- ১/৪০৪, ইমদাদুল ফাতাওয়াঃ- ১/৯৯,
Leave Your Comments