প্রশ্নঃ- আমাদের দেশে একটি প্রচলন রয়েছে যে কাউকে নির্দোষ সাব্যস্ত করার জন্য কোরআনের উপর হাত রেখে শপথ করানো হয়। জানার বিষয় হলো উক্ত কোরআন শপথ/কসমের অন্তর্ভুক্ত হবে কি না?

উত্তরঃ- সমাজ প্রচলনে কোরআন শরীফ নিয়ে শপথ করা কসমের অন্তর্ভূক্ত।

সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে শপথ কসমের অন্তর্ভূক্ত হবে।

 

– আল বাহরুর রায়েকঃ- ৪/৪৮১, ফাতহুল ক্বদীরঃ- ৫/৬৫, কিফায়াতুল মুফতীঃ- ৯/১১৬,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *