প্রশ্নঃ আমাদের দেশে পুরুষ মহলে লাল রঙের কাপড় এবং রেশমি কাপড় পরিধান করার প্রচলন বেড়ে গেছে। শরীয়তে পুরুষের জন্য এসব কাপড় পরিধান করার বিধান কি?

ইসলামি শরীয়ত দুনিয়াতে পুরুষের জন্য রেশমি কাপর পরিধান করা হারাম করেছে। আর লাল রঙের কাপড় পুরুষের জন্য ব্যবহার করা জায়েজ হলেও তা পরিধান করা উত্তম নয়।দলিলঃ মেশকাতুল মাসাবিহ ৩৭৩।দুররুল মুখতার ৬/৭৫৫। ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দঃ১৬/১৪৮ কেফায়াতুল মুফতি ১২/৩০৪।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *