ইসলামি শরীয়ত দুনিয়াতে পুরুষের জন্য রেশমি কাপর পরিধান করা হারাম করেছে। আর লাল রঙের কাপড় পুরুষের জন্য ব্যবহার করা জায়েজ হলেও তা পরিধান করা উত্তম নয়।দলিলঃ মেশকাতুল মাসাবিহ ৩৭৩।দুররুল মুখতার ৬/৭৫৫। ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দঃ১৬/১৪৮ কেফায়াতুল মুফতি ১২/৩০৪।
Leave Your Comments