উত্তরঃ- সুদীক্ষেত্রে ভালো খারাপের তারতম্য বিবেচ্য নয়। বরং সর্বাবস্থায় তা সমান সমান লেনদেন করা আবশ্যক।
সুতরাং সিলভারের বিপরিতে সিলভার সুদী বস্তুর অন্তর্ভূক্ত হওয়ায় প্রশ্নে বর্ণিত ক্রয়-বিক্রয় সহীহ হবে না। তবে এক্ষেত্রে বৈধ পন্থায় ক্রয় বিক্রয়ের পদ্ধতী হলো; প্রথমে পুরাতন সিলভারের মূল্য ধরে বিক্রি করে দিবে। অতঃপর সে মূল্য দিয়ে নতুন সিলভার ক্রয় করবে।
-সহীহুল বুখারীঃ- ১/২৯৩, রদ্দুল মুহতারঃ- ৫/১৭৯, ইনয়ামুল বারীঃ- ৬/৩৭৫,
Leave Your Comments