উত্তরঃ শরয়ী দৃষ্টিতে ৪ ইমামের মতে এক মজলিসে বা একসাথে তিন তালাক দেওয়ার দ্বারা তিন তালাকই পতিত হয়।সুতরাং প্রশ্নে বর্নিত আপনার সমাজের কতিপয় লোকের মতামত সঠিক নয়,বরং চার ইমাম এই বিষয়ে একমত পোষণ করেন যে কোন ভাবে তিন তালাক দিলে তিন তালাকই পতিত হবে।দলিলঃ হেদায়া ২/৩৫৫ রদ্দুল মুহতার ৩/২৩৩ কেফায়াতুল মুফতি ৮/৮৩।
Leave Your Comments