উত্তরঃ- নেসাব থেকে কম স্বর্ণ রুপার সাথে টাকা-পয়সা/ব্যাবসায়ীক পন্য ইত্যাদি মিলানোর দ্বারা কোন একটির নেসাব
সম-পরিমান মূল্য হলে তার উপর যাকাত ওয়াজিব হয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে টাকা স্বর্ণের সাথে মিলানোর দ্বারা স্বর্ণ বা রুপার নেসাব পরিমান মূল্য হলে তার উপর যাকাত ওয়াজিব হবে, অন্যথায় নয়।
-আদ দুররুল মুখতারঃ- ২/৩০৩, ফাতাওয়া হিন্দিয়াঃ- ১/২৩৪, আহসানুল ফাতাওয়াঃ-৪/২৫৪,
Leave Your Comments