উত্তরঃ- মাসবুক ব্যাক্তির জন্য উত্তম হচ্ছে ইমাামর শেষ বৈঠকে তাশাহুদ এমন ধীরে ধীরে পড়া, যেন ইমাম সালাম ফিরানো পর্যন্ত তা দীর্ঘায়িত হয়। তবে যদি ইমাম সালাম ফিরানোর আগে তাশাহুদ শেষ হয়ে যায়, তাহলে চুপ না থেকে কালিমায়ে শাহাদাৎ বার বার সুযোগ রয়েছে।
– ফাতাওয়ায়ে শামীঃ- ১/৫১১, খুলাসাতুল ফাতাওয়াঃ-১/১৬৫, ফাতাওয়ায়ে রহীমিয়াহঃ- ৫/১৬৩,
Leave Your Comments