প্রশ্নঃ- আমার জানার বিষয় হলো কেউ যদি ফজরের নামাজ ঘুম থেকে উঠে আদায় করে, পরে জানতে পারে তথন সূর্য উঠা শুরু হয়েছে। তখন তার নামাজের হুকুম ‍কিঃ-

উত্তরঃ- শরীয়তের মূলনীতি অনুযায়ী সূর্য উদয়ের সময় নামাজ পড়া নিষিদ্ধ।

উক্ত ব্যাক্তি যদি সূর্য উদয়ের পূর্বে নামাজ শুরু করে এবং নামাজরত অবস্থায় সূর্য উদিত হয়, তাহলে নামাজ শুদ্ধ হয়ে যাবে।

তবে সূর্য উদয়কালীন নামাজ শুরু করলে নামাজ শুদ্ধ হবে না।

 

-রদ্দুল মুহতারঃ- ২/৪২, বাদায়েউস সানায়েঃ- ১/৪০৯, দরসে তিরমিজিঃ- ১/৪৩৯,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *