উত্তরঃ- শরয়ী নীতিমালা অনুযায়ী মূল ভূমিতে অংশিদার ও চলাচলের অংশিদার ব্যাক্তির অবর্তমানে প্রতিবেশী ব্যাক্তি শুফার দাবি করতে পারবে। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে মসজিদের ক্রয়কৃত জমিতেও শুফার দাবি করতে পারবে। কেননা মসজিদের জন্য ক্রয় করার দ্বারা শুফার দাবীতে কোন প্রতিবন্ধক সৃষ্টি করেনা।
-ফাতাওয়া হিন্দিয়াঃ-৫/১৯৪, আল হিদায়াঃ-৪/৩৮৯, কিফায়াতুল মুফতিঃ-১১/৫৬৩,
Leave Your Comments