প্রশ্নঃ- আমার জানার বিষয় হলো মসজিদের নামে একটি জমি ক্রয় করা হয়েছে। স্টাম্পও করে ফেলা হয়েছে। পার্শ্ববর্তি মালিক জানতে পেরে শুফার দাবি করতেছে। সে কি শুফার ভিত্তিতে ঐ জমি নিতে পারবে?

উত্তরঃ- শরয়ী নীতিমালা অনুযায়ী মূল ভূমিতে অংশিদার ও চলাচলের অংশিদার ব্যাক্তির অবর্তমানে প্রতিবেশী ব্যাক্তি শুফার দাবি করতে পারবে।  সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে মসজিদের ক্রয়কৃত জমিতেও শুফার দাবি করতে পারবে। কেননা মসজিদের জন্য ক্রয় করার দ্বারা শুফার দাবীতে কোন প্রতিবন্ধক সৃষ্টি করেনা।

 

-ফাতাওয়া হিন্দিয়াঃ-৫/১৯৪, আল হিদায়াঃ-৪/৩৮৯, কিফায়াতুল মুফতিঃ-১১/৫৬৩,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *