উত্তরঃ- যিনা আল্লাহ তায়ালার হক। আল্লাহ তায়ালার হকের ক্ষেত্রে সাক্ষ্য চাওয়া ব্যাতিতই সাক্ষ্য দেওয়া আবশ্যক।
সুতরাং চারজন সাক্ষী কোথাও যিনা হতে দেখলে সাক্ষ্য দেওয়া আকশ্যক। তবে চারজন সাক্ষীর কম যদি দেখে তাহলে সাক্ষ্য দেওয়া আবশ্যক নয়।
– আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ- ৩/১৫৩, ফাতাওয়ায়ে আলমগীরীঃ- ২/১৬৫, জামিউল ফাতাওয়াঃ-৭/২৬১,
Leave Your Comments